আমেদাবাদে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে বড় রান তুলল ভারত। একদিনের আন্তর্জাতিক সিরিজে চুনকাম এড়াতে ইংল্যান্ডের টার্গেট ৩৫৭ রানের।এদিন টস জিতে ভারতকে প্রথমে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
অর্শদীপ সিং ২ বলে ২ রান করার পর ফিল সল্ট তাঁকে রান আউট করেন। ওয়াশিংটন সুন্দর মার্ক উডের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৪ রান করেছেন। গাস অ্যাটকিনসনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হর্ষিত রানা। তিনি ১০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৩ রান করেছেন। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হলেন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েছেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হয়েছেন শুভমান গিল( subhaman geel)। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন।
এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি( virat koholi)। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। কটকে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা দুর্দান্ত ১১৯ রান করে ফর্মে ফিরেছেন। কিন্তু, সিরিজের তৃতীয় ম্যাচেই তিনি ফের ব্যর্থ হলেন।ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন শুভমন। অহমাদাবাদে ষষ্ঠ শতরান করলেন তিনি। এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে এই মাঠে শতরান করেছিলেন। এ বার এক দিনের ক্রিকেটেও শতরান করলেন। এই মাঠে আইপিএলেও তিনটি শতরান করেছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতীয় দলের কাছে শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এই তৃতীয় ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। জাদেজা এবং শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীরও চোট আছে। তাদের জায়গায় ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অর্শদীপ সিংকে একাদশে নেওয়া হয়েছে। ইংল্যান্ড একাদশে স্থান পেয়েছেন টম ব্যান্টম।
–
–
–
–
–
–
–
–