বুধবার সকালের আলো ফোটার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর (Bishnupur, South 24 parganas)। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের (Maheshtala block) রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের রসপুঞ্জ মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় ৭৫ রোডের উপর রাস্তার ধারে বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঝুপড়ির অন্তত ১২টি দোকান পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আপাতত আগুন পুরো না নিভলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সাতসকালে বাজারের এই ব্যস্ততম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। ভোরবেলা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে প্রথমে আগুনের ফুলকি আর ধোঁয়া নজরে আসে স্থানীয়দের। দ্রুত খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশ (Bishnupur Police) ও দমকলকে। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর মেলেনি বলেই দমকল সূত্রে জানা গেছে।
–
–
–
–
–
–
–
–
–
–