AI স্টার্টআপ কোম্পানি। শুধু নিজে বড় হওয়া নয়, কর্মচারীদেরও সেই লভ্যাংশে সামিল করলেন স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা সারবনকুমার। কোয়েম্বাটোরের এই সংস্থা ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছে। কোম্পানির নাম Kovai.co। কোম্পানির বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট মূল্য ১০০ মিলিয়ন ডলার।
২০১১ সালে প্রযুক্তিবিদ সারবনকুমার এই সংস্থা চালু করেন। বর্তমানে এই কোম্পানি BBC, Boeing ও Shell-এর মতো বড় কর্পোরেশনের সঙ্গে কাজ করছে। ৪৮ বছর বয়সী সারবনকুমার কোয়েম্বাটোরের বাসিন্দা। ২৫ বছর আগে তিনি লন্ডনে চলে যান। ১০ বছর সাধারণ আইটি কর্মচারী হিসেবে কাজ করার পর, তিনি নিজের শহরে নিজের একটি কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নেন। Kovai.co একটি বিজনেস-টু-বিজনেস (B2B) সফটওয়্যার সলিউশন (SaaS) প্রদানকারী স্টার্টআপ। বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট মূল্য ১০০ মিলিয়ন ডলার।
সারবনকুমার জানান, “স্টার্টআপে লোকেরা কাজ করে বেশি অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে। বেশিরভাগ স্টার্টআপ কর্মীদের শেয়ার দেয়, যা শুধু কাগজে-কলমেই থাকে। কিন্তু আমি আমার কর্মচারীদের বাস্তব কিছু দিতে চেয়েছিলাম। তিন বছর আগে বলেছিলাম, যদি তাণরা আমাদের সঙ্গেই থাকেন, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে তাঁরা ছয় মাসের বোনাস পাবেন।”
সেই প্রতিশ্রুতি রেখেই সারবনকুমার ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছেন। তাঁর লক্ষ্য ২০২৫ সালের মধ্যে Kovai.co-কে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করা। ২০৩০ সালের মধ্যে কোম্পানির রাজস্ব ১০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর স্বপ্ন দেখছেন তিনি।
–
–
–
–
–
–
–





























































































































