বাংলা সহ গুজরাটকেও বঞ্চনা! নির্মলার দাবির পাল্টা তোপ মমতার

0
4

সংসদে বাংলাকে বাজেট বঞ্চনা নিয়ে সরব হয়েছেন একের পর এক বাংলার সাংসদরা। তারই পাল্টা পুরনো তথ্য দিয়ে কেন্দ্র সরকারের মুখ রক্ষা করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তাঁর সেই ফাঁকা আওয়াজ কতটা ফাঁকা ফের একবার প্রমাণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয় না, বলেই তোপ মুখ্যমন্ত্রীর।

লোকসভায় অর্থমন্ত্রী দাবি করেন কেন্দ্রের প্রকল্পের নাম বদলে রাজ্য প্রচারের আলোয় আসার চেষ্টা করেছে। সেখানে মুখ্যমন্ত্রীর সাফ জবাব, বাংলাকে নিয়ে আপনি কম ভাবুন। কোথায় গেল আপনার উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)? বাংলা না হয় কেন্দ্রের নাম ব্যবহার করে দেবে। কিন্তু উজ্জ্বলা নিয়ে নির্বাচনের আগে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই উজ্জ্বলার ভবিষ্যৎ কি, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

বারবার বাংলার সাংসদরা রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র থেকে না পাওয়ার অভিযোগ তুলেছেন। বাংলার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিও এবার কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া দাবি করেছে। সেই প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, আপনি কিছুই করেন না, শুধু ভাষণ দেন। কোথায় গেল আপনার টাকা? এবার তো গুজরাটের (Gujarat) মত রাজ্যও দাবি করছে কেন্দ্র তাদের টাকা দেয়নি। আপনারা রাজ্যগুলিকে টাকা দিচ্ছেন না।

কেন্দ্রীয় বাজেটে যেভাবে অর্থের বন্টন ও কর কাঠামোর বিষয়ে প্রস্তাব পেশ হয়েছে তাতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় (federal structure) আঘাত, বলে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্য বাজেটের অধিবেশনের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি, আপনারা সবকিছুই করছেন নিজেদের হাতে নিয়ন্ত্রণ রাখতে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুল্ডোজ (bulldoze) করতে।