বালি খাদানে বোমাবাজির ঘটনার পরই ‘ক্লোজ’ কাঁকড়তলা থানার ওসি

0
4

বীরভূমের কাঁকড়তলায় (Birbhum Kankartala) বালি খাদানে গোষ্ঠীর সংঘর্ষের জেরে মঙ্গলবার বোমাবাজির ঘটনা ঘটে। শেখ সাকতার আলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই ‘ক্লোজ’ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে (Purnendu Vikash Das)। মঙ্গলবার রাতেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন দায়িত্ব পেয়েছেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদারকে (Subhasish Haldar)।

স্থানীয়রা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন কাঁকড়তলায় জামালপুরে অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। অভিযুক্ত উজ্জ্বল কাদেরি বনাম স্বপন সেনের (Swapan Sen) গোষ্ঠীর মধ্যে খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির জেরেই বোমাবাজির ঘটেছে বলে প্রাথমিক অনুমান। অভিযুক্ত স্বপনকে মঙ্গলবার খয়রাশোল থেকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ।