মোবাইল চুরি বিভ্রাট! হুমায়ুন কবিরের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ

0
3

মোবাইল চুরি হয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় শোরগোল বাধিয়ে দেন ভরতপুরের (Bharatpur) বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। পরে সেই মোবাইল এমএলএ হোস্টেলে (MLA hostel) বিধায়কের ঘরেই খুঁজে পাওয়া যায়। কিন্তু সেটি উদ্ধার করতে গিয়ে তিনি যে ধরনের শোরগোল করেন, তাতে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

মঙ্গলবার বিধানসভার ভিতরেই হুমায়ুন কবির (Humayun Kabir) অভিযোগ করেন তাঁর মোবাইলটি খোয়া গিয়েছে। খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিধানসভায় আসে। এরপর বিধায়কের হোস্টেলের ঘর থেকেই মোবাইল উদ্ধার হয়। সচিবালয় সূত্রের খবর, বিধায়কের আচরণে বিধানসভার মর্যাদাহানি হয়েছে এমনটাই মত অধ্যক্ষের। তাঁর আচরণের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চান অধ্যক্ষ। সেই ফুটেজ দেখার পরই যা বলার তিনি বিধায়ককে বলবেন।