এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ বিরুদ্ধে কোন মাঠে খেলবে ভারত? জানাল ফেডারেশন

0
2

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। আর সেই ম্যাচটি হতে চলেছে শিলং-এ। এদিন এমনটাই জানান হল এআইএফএফের তরফ থেকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানান হয়েছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ব্লু টাইগার্সরা।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়েই মালদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। জানা গিয়েছে, দুটি ম্যাচই খেলা হবে সন্ধে সাতটা থেকে।

২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু’বার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। আসন্ন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে দলগুলোর। ভারতের প্রথম হোম ম্যাচ ২৫ মার্চ।

আরও পড়ুন- অবশেষে নিজের ইউটিউবে অনন্যা-সারা আলি খানদের সার্চ হিস্ট্রি নিয়ে মুখ খুললেন রিয়ান, কী বললেন তিনি?