ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় একদিনের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যে আহমেদাবাদ পৌঁছাছে দল। তবে আহমেদাবাদ যেতেই বিমানবন্দরে এক মহিলাকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন কে এই তরুণী?
এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে , সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল কটকে। তৃতীয় ম্যাচ খেলতে আহমেদাবাদ যাবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেই সময়েই এক তরুণীকে দেখতে পান বিরাট। তাঁকে দেখেই কোহলির মুখে চওড়া হাসি। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ওই তরুণীকে জড়িয়ে ধরেন তিনি। হাত মেলান, সামান্য কথাও হয় দুজনের মধ্যে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই মহিলা কে তা জানা যায়নি। তবে তিনি যে কোহলির পরিচিত তাতে কোনও সন্দেহ নেই। কালো গোলগলা টি-শার্ট পরিহিত, কপালে তোলা সানগ্লাস তরুণী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
A fan hugged Virat Kohli at the airport! ❤️pic.twitter.com/qiubSMGHM6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 10, 2025
ভারতের পরবর্তী ম্যাচ আহমেদাবাদে। বুধবার সেই ম্যাচে রান ফিরতে চাইবেন কোহলি।
আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ বিরুদ্ধে কোন মাঠে খেলবে ভারত? জানাল ফেডারেশন
–
–
–
–
–
–
–
–
–