এবার মহেশতলায় হেলে পড়ল দুটি বাড়ি, আতঙ্কিত এলাকালবাসী

0
3

এবার বজবজে হেলে পড়ল দুটি বাড়ি। আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে আশপাশের মানুষ।জানা গিয়েছে, মেটিয়াব্রুজ বিধানসভা এলাকার মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচুর পাশি পাড়া মোড়ের কাছে হেলে পড়েছে দুটি বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, বিল্ডিংগুলি প্রায় ৭ থেকে ৮ বছর আগে তৈরি হয়েছে। আরও জানা গিয়েছে, সরকারি জায়গার উপরেই নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলি। প্রশ্ন উঠছে সরকারি জায়গায় পুর-প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে উঠল এই বাড়ি?

যদি প্ল্যান থাকে তাহলে সরকারি জায়গায় কিভাবে বাড়ির প্ল্যান পাস হলো? সেই নিয়েও উঠছে প্রশ্ন।এই ঘটনার পর মহেশতলা পুরসভার পক্ষ থেকে পরিদর্শনে যান আবাসন বিভাগের আধিকারিকরা। পাশাপাশি রবীন্দ্রনগর থানা থেকে পরিদর্শনে যান পুলিশ আধিকারিক।মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাস জানান, পুরসভা থেকে আধিকারিকরা গিয়েছিলেন। বাড়ি দুটি  ভেঙে দেওয়ার জন্য নোটিশ করতে বলা হয়েছে। যদি না ভাঙে, তাহলে আইনি ব্যবস্থা নিয়ে যা করণীয় অবশ্যই করা হবে।