রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত (Winter)। উইকেন্ডে জেলায় জেলায় হালকা হিমেল অনুভূতি নিয়েই শীতের শেষ লগ্ন উপভোগ করতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে। আগামী দুদিন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা। মঙ্গলের সকালে হালকা কুয়াশা আর অল্প হিমেল অনুভূতিতে উষ্ণতার পালাবদল পর্ব বেশ বোঝা যাচ্ছে। জাঁকিয়ে শীত ফেরা তো দূরের কথা, বরং আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি সপ্তাহে পাকাপাকিভাবেই শীত বিদায় নিতে চলেছে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা , উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড, রাজস্থান এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে জোড়া ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির আপডেট মিলেছে। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে পারদ। বুধবার কুয়াশার পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































