দমদমে পুলিশকর্তার বাড়ি ভাড়া নিয়ে জালিয়াতির অভিযোগ, গ্রেফতার ১৯

0
3

পুলিশকর্তার বাড়িতেই সাইবার প্রতারণা! কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি! অভিযোগ পেয়ে যৌথ অভিযান পাঁশকুড়া-বারাকপুর সাইবার শাখার। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাকড়াও ১৯। অধরা মূলচক্রী।

পুলিশ সূত্রে জানা যায়, দমদম বিমানবন্দরের (NSCBIA) কাছে মতিলাল কলোনিতে এক পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে চলতো জালিয়াতি এবং অসামাজিক কাজকর্ম। স্থানীয়রা বলছেন, সারাক্ষণ বাড়ির জানলা দরজা বন্ধই থাকতো। পুলিশের প্রাথমিক অনুমান এখান থেকে সেক্স র‍্যাকেটও চালানো হতো। মেদিনীপুরের পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে তিন তরুণী-সহ ১৫ জনকে আটক করা হয়। আরও চারজনের নাম উঠে আসে। ধৃতরা জিজ্ঞাসাবাদের মুখে পড়ে স্বীকার করেছেন যে বিভিন্ন মানুষকে নানা রকমের প্রলোভন দিয়ে টাকা আদায় করা হতো। জালিয়াতির পরিমাণ কয়েক কোটি বলে মনে করা হচ্ছে। এই চক্রের মূল মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ।