AI অ্যাকশন সামিট: মার্কিন সফরের আগে ট্রাম্পের ‘পক্ষ’ রক্ষার চেষ্টা মোদির

0
4

এআই যেন ভালোর জন্য হয় ও সকলের জন্য হয় – বিশ্ব এআই (Artificial Intelligence) সম্মেলন মঞ্চে বার্তা নরেন্দ্র মোদির (Narendra Modi)। সম্মেলনের আগে মার্কিন রাষ্ট্রপতি যেভাবে এআই প্রযুক্তি সম্পর্কে বিধিনিষেধ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, তারই পথ ধরে সকলের জন্য এই প্রযুক্তিকে উন্মুক্ত করে দেওয়ার বার্তা দিলেন তিনি। আবার ইউরোপিয়ান ইউনিয়নের (European Union) এআই প্রযুক্তির নিরাপত্তার দিকেও নজর দেওয়ার কথা বলে অবশ্য দুপক্ষকেই হাতে রাখলেন তিনি। যদিও এভাবে দুপক্ষকে হাতে রাখা কতটা মান্যতা পাবে মার্কিন মুলুকে, তা জানা যাবে দুদিন পরে মোদির মার্কিন সফরেই।

এআই প্রযুক্তি সকলের জন্য হওয়ার দরজা খুলে দেওয়ার পক্ষে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর সেই বার্তাই এআই অ্যাকশন সামিটের (AI Action Summit) মঞ্চে তুলে ধরেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (J D Vance)। তিনি জানান, এআই সেক্টরের উপর অতিরিক্ত নিয়ম আরোপ এই শিল্পের উন্নতির পথকে আটকে দেবে।

এই সম্মেলনের যৌথ উদ্যোক্তা হিসাবে নরেন্দ্র মোদি তাঁর ভাষণে অবশ্য নিরাপত্তার দিকটিকে গুরুত্ব দেন। তবে তার থেকেও বেশি গুরুত্ব তিনি দেন সকলের জন্য এআই প্রযুক্তির ব্যবহারে। মোদির যুক্তি, টেকসই (sustainable) পৃথিবী তৈরির লক্ষ্যকে এআই (AI) আরও সহজ ও দ্রুততর করে দেবে। তার জন্য আমাদের সব সম্পদ ও মেধাকে এক জায়গায় করতে হবে। কার্যত মুক্ত এআই-এর সপক্ষে এই যুক্তি দিয়েছিলেন ট্রাম্পও।

সেক্ষেত্রে সবথেকে চিন্তার বিষয় যদি কর্মহীনতা হয়, তা নিয়েও যুক্তি দেন মোদি। তাঁর দাবি, ইতিহাস বলছে কখনই সৃষ্টির মুছে যায় না প্রযুক্তির ক্ষমতার জন্য। শুধু তার রূপ বদল হতে থাকে। নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হয়। তার জন্য আমাদের সক্ষমতা তৈরি ও তার পুণর্গঠনের দিকেই নজর দিতে হবে যাতে এমন মানুষ তৈরি হয় যাঁরা এআই-নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত।

তবে মেধা যে কোনওভাবেই এআই-এর উপরে স্থান পাবে না, তা বলতে গিয়ে মোদির যুক্তি, মানুষের মস্তিষ্ক কবিতা (poetry) লেখে, আবার মহাকাশযানও (space ship) তৈরি করে। কোনও কিছুই মানুষের সম্মিলিত ক্ষমতা ও তার ভবিতব্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের দায়িত্ববোধকেই আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে, মত মোদির। ঠিক এভাবেই ট্রাম্পও এআই-এর উপর বিধিনিষেধ তুলে নেওয়ার যুক্তি দিয়েছিলেন। তবে মোদি সঙ্গে যোগ করেন, এআই ব্যবহারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা (cyber security), ভুল তথ্য পরিবেশন (misinformation) ও ডিপফেক (Deepfake) থেকেও সাবধান থাকতে হবে।