আর জি কর-কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলবেন বলে জানা গেছে।
ওই বৈঠকের নামকরণ করা হয়েছে-‘চিকিৎসার অপর নাম সেবা’। বৈঠকে আলোচনার জন্য চিকিৎসকদের অভিযোগ, পরামর্শ নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। এজন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতালে হাসপাতালে যাচ্ছেন। জেলার সরকারি হাসপাতাল কী সমস্যা, চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বুধবার কলকাতার মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা হবে। এনআরএসের চিকিৎসকদের সঙ্গেও ওইদিন আলোচনায় বসছে রাজ্য সরকার নিযুক্ত কমিটি। স্বাস্থ্য ভবনের নির্দেশে কোথায় কী সমস্যা, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নথিভুক্ত করবে কমিটি।পর্যবেক্ষকদের অনেকের মতে, দক্ষ রাজনীতিক মমতা যেভাবে একদিকে কড়া শাস্তির হুঁশিয়ারি দিচ্ছেন আবার অন্যদিকে অভাব-অভিযোগ শুনতে সরাসরি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, তাতে বিরোধীদের আন্দোলনের পরিসর অনেকখানি কমে গেল।
আরও পড়ুন- বিমানবন্দরে তরুণীকে দেখে আলিঙ্গন বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
_
_
_
_
_
_
_
_
_