হকি বেঙ্গল এবং শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে পালন করা হল গুরবক্স সিং এর ৯০তম জন্মদিন , বিশেষ সম্মান শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের

0
1

শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে আয়োজিত হল এক অনন্য অনুষ্ঠান। এদিন ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং ৯০ তম জন্মদিন পালন করল শ্রাচী স্পোর্টস। সেই সঙ্গে পালন করা হল শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স, হকি ইন্ডিয়া লীগ (এইচআইএল) বিজয় উদযাপন । সদ্য শেষ হওয়া হকি ইন্ডিয়া লিগে (এইচআইএল) শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স চ্যাম্পিয়ন হয়। আর এই জয়ের সঙ্গে মনে করা হচ্ছে আবার বাংলার হকির স্বর্ণযুগের প্রত্যাবর্তন হল।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হকি কিংবদন্তি, গুরবক্স সিং, শ্রাচী স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল টোডি, মাননীয় মন্ত্রী সুজিত বসু, সিএবি সভাপতি স্নেহাসিস গঙ্গোপাধ্যায়, ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা ও অন্যান্য বিশিষ্টজনরা।

এদিকে হকি বেঙ্গল, শ্রাচী স্পোর্টসের সহযোগিতায়, ভারতীয় হকি কিংবদন্তি, গুরবক্স সিংকে তার ৯০ তম জন্মদিনে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগারদের এইচআইএল-তে তাদের সাম্প্রতিক বিজয়ের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন- বিমানবন্দরে তরুণীকে দেখে আলিঙ্গন বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়