বনকর্মীকে আক্রমণের পর থেকে মৈপীঠে (Maipith ) দক্ষিণরায়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল রাজ্য বনদফতর (Forest Department of West Bengal)। অবশেষে মঙ্গলবার ভোররাতে ছাগলের টোপে খাঁচায় ধরা দিয়েছে কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার। আজ পূর্ণবয়স্ক বাঘের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন আধিকারিকদের সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। কুলতলির একটি সব্জিক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। টোপ হিসেবে রাখা হয় ছাগল। সেই ফাঁদে পা দিয়ে ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘটি। সোমবার এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী ( গণেশ শ্যামল)। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির দক্ষিণরায়। তিনি আপাতত অনেকটাই সুস্থ আছেন। এবার বাঘ ধরা পড়ায় স্বস্তিতে এলাকাবাসী।
–
–
–
–
–
–
–
–
–
–