হলি-ডে লিস্টে পরিবর্তন নবান্নের, এই সপ্তাহে টানা ৪দিন ছুটি!

0
2

সব-এ-বরাত ও পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষ্যে এই সপ্তাহে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা রাজ্য সরকারের। সব-এ-বরাত উপলক্ষ্যে ১৩ তারিখ, বৃহস্পতিবার এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ তারিখ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন (Nabanna)। মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৫ ও ১৬ তারিখ শনি ও রবিবার থাকায় ছুটি থাকবে। ফলে চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি (Holiday) পাচ্ছেন সরকারি কর্মীরা।

বিজ্ঞপ্তি (Notice) অনুযায়ী, ১৩ তারিখ সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারিরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস কাছারি বন্ধ থাকবে এ দিন। পাশাপাশি ১৪ তারিখও ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে।

২০২৪-এর ২২ নভেম্বর রাজ্য সরকারের ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে ১৪ তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে দেখা যায়, ১৪ নয়, সব-এ-বরাত ১৩ ফেব্রুয়ারি। সেই কারণে এদিন নতুন করে ছুটির (Holiday) বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।

এদিকে বৃহস্পতি, শুক্রবার ছুটি ঘোষণার পাশাপাশি শনি, রবি সরকারি ছুটি থাকার ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে টানা চার দিন ছুটি পাওয়া যাবে। চার দিনের ছুটিতে চাইলে ছোট্ট ট্যুর সেরে ফেলতে পারেন সরকারি কর্মীরা। ফেব্রুয়ারিতে ফের ২৬ তারিখ শিবরাত্রি উপলক্ষ্যে ছুটি। তার পরই মার্চে চার দিন ছুটি রয়েছে। ১৪ ও ১৫ মার্চ দোলের ছুটি। ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ৩১ মার্চ ইদ-উল-ফিতরের ছুটি।