গতকাল কটকের বরাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচ চলাকালীন হঠাৎই নিভে যায় স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট। অন্ধকার হয়ে যায় স্টেডিয়াম। আর এই নিয়ে এবার মুখ খুলল ওড়িশা ক্রিকেট সংস্থা। জানা যাচ্ছে, এই ব্যপারে ওড়িশা ক্রিকেট সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে ওড়িশা সরকার।
ঘটনার সূত্রপাত ম্যাচের বয়স তখন ৬.১ ওভারে তখন ভারতের রান ৪৮। ব্যাট করছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। তখনই হঠাৎ নিভে যায় ফ্লাডলাইটের আলো। কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে ওঠে। কিন্তু ফের তা নিভে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিরক্ত হন রোহিত। আর এই নিয়ে ওড়িশা ক্রিকেট সংস্থা তরফ থেকে বলা হয়, “একটি জেনারেটর আচমকাই খারাপ হয়ে যায়। আমরা চাইছিলাম যত দ্রুত সম্ভব আরেকটি জেনারেটর চালু করতে। কিন্তু সেটা করতে গিয়ে কিছুটা দেরি হয়ে যায়। কারণ ওই টাওয়ার আর দ্বিতীয় জেনারেটরের মধ্যে প্লেয়ারদের গাড়ি দাঁড়িয়েছিল।“ গোটা ঘটনা ঘটে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও ক্রীড়া মন্ত্রী সূর্যবংশী সুরয সামনে। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তারা। তাঁদের সামনেই যত বিপত্তি। তড়িঘড়ি রাজ্য ক্রিকেট সংস্থাকে শোকজও ধরিয়ে দিয়েছে ওড়িশা সরকার।
এই নিয়ে ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, “ফ্লাডলাইটে কেন সমস্যা হল, তার ব্যাখ্যা চেয়েছি। ক্রিকেট সংস্থা সমস্ত ব্যবস্থা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।“
আরও পড়ুন- রানের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন রোহিত ?
–
—
–
—
–
—
–
—
–