হাতিরা যতটা বুদ্ধিমান, ততটাই আবেগপ্রবণ প্রাণী। জীবনের শেষ পর্যন্ত নিজের মাহুতের সঙ্গেই থাকে পোষ্য হাতিরা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি হাতির ভিডিও সামনে এসেছে, যেখানে হাতি এবং মাহুতের মধ্যে মানসিক বন্ধন ভাইরাল।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।
যখন একটি হাতি তার বৃদ্ধ মাহুতকে দেখতে হাসপাতালে পৌঁছোয়, সেই করুণ মুহূর্তের ভিডিও এটি। ভিডিওর প্রথমেই দেখা গিয়েছে, হাঁটু গেড়ে হাসপাতালের ঘরে প্রবেশ করে হাতিটি। হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস নেওয়া বৃদ্ধ মাহুতের সঙ্গে দেখা করতেই হাসপাতালের সেই ওয়ার্ডে পৌঁছে যায় হাতিটি। হাসপাতালের ঘরের দরজা ছোট, তাই হাতিটি সরাসরি ভেতরে প্রবেশ করতে পারত না। তাই সে হাঁটু গেড়ে বসে বসে ঘরের ভিতরে চলে যায়। পৌঁছোনোর পর মাহুতের কাছে গিয়ে বসে। তারপরের মুহূর্তটি ছিল আবেগপ্রবণ। নিজের শুঁড় দিয়ে মাহুতের শরীর স্পর্শ করছিল সে। আর তা দেখেই ঘটনাস্থলে উপস্থিত সকলেরই চোখ ভিজে ওঠে।হাসপাতালের ওয়ার্ডে দাঁড়িয়ে মাহুতের পরিবারের সদস্যরা হাতির শুঁড়ের উপর মাহুতের হাত রাখেন। হাতিটি তার বৃদ্ধ মাহুতকে স্নেহের সঙ্গে আদর করে।
শুধু তাই নয়, হাতিটি তার শুঁড় দিয়ে মাহুতের শরীর ঢেকে রাখা চাদরটিও খুলে ফেলে। এর পর সে সেখানে বসে।হাতি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। হাতিরা তাদের চমৎকার স্মৃতিশক্তির জন্যই পরিচিত। হাতিরা মুখ এবং তাদের সঙ্গে কীভাবে আচরণ করা হয়েছে তা মনে রাখতে পারে।
Elephant brought to hospital to say goodbye to his terminally ill caretaker. 🥲😞 pic.twitter.com/TKSNS6vy88
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) February 6, 2025
আর, মাহুত এবং হাতির মধ্যে সম্পর্কটিও খুবই বিশেষ। তারা হাতির যত্ন নেয়, তাদের প্রশিক্ষণ দেয়। হাতিরা মাহুতের কথা শোনে এবং আদেশ পালন করে। আর তাই মাহুতের শেষ দিনে কৃতজ্ঞ হাতির এই আচরণ অবাক করেনি কারোকেই।
–
–
–
–
–
–
–
–
–