ফের লোকালয়ে চলে এল হাতি। দলছুট হাতির হানায় ক্ষতিগ্রস্ত একটি চা শ্রমিকের বাড়ি। ভেঙেচুরে শেষ করেছে ঘরের আসবাব পত্র। এমনকি ঘরে মজুত করা খাবারও খেয়ে সাবার করেছে দলছুট হাতিটি। সেই সময় বাড়ির লোক বাড়ি থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাংগি ডিভিশন এলাকায়।
জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৩টা নাগাদ খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ডাংগি চা বাগানের পুনিয়া লাইনে। সেখানে বিরুল ওঁরাও এর শ্রমিক আবাস গুঁড়িয়ে দেয় হাতিটি। এরপর স্থানীয় মানুষের চিৎকারে হাতিটি ফের খরিয়ার বন্দর জঙ্গলে চলে যায়। এর আগেও ডাঙ্গী ডিভিশন চা বাগানে হাতির হানায় বহু ঘর বাড়ি ভাঙ্গার ঘটনা ঘটেছে। এলাকায় হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।