সম্প্রতি বিধায়কদের বেলাগাম মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে দল। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”অনেকেই ভুল কথা বলে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে। কিন্তু বারবার কি ভুল করলে ক্ষমা করা যায়? বারবার ভুল করলে ছাড়া যায় না।”
এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন মমতা। সেখানে ফের দলীয় শৃঙ্খলায় নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী। মালদহ, কোচবিহার, দুর্গাপুর আসানসোল-সহ একাধিক জেলার বিধায়ককে সতর্ক করেছেন দলনেত্রী। দলের কিছু মানুষের জন্য সম্মান নষ্ট হচ্ছে বলে, স্পষ্ট জানিয়ে দেন মমতা। অদূর ভবিষ্যতে এসব যে বরদাস্ত করা হবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। নেত্রী বলেন, অনেকেই ভুল কথা বলে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে। কিন্তু বারবার কি ভুল করলে ক্ষমা করা যায়? চার বিধায়কের নাম করেই বলেন, ”বারবার ভুল করলে ছাড়া যায় না। বারবার ক্ষমা করা যায় না।”
কোচবিহার থেকে কাকদ্বীপ দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, আরও বেশি করে মানুষের কাছে যেতে, জনসংযোগ করতে। অন্যায় করে থাকলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। এদিন দলীয় বিধায়কদের সতর্ক করে তিনি বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলবে। তাই সতর্ক থাকতে হবে সবাইকে।
–
–
–
–
–
–
–
–