মহাকুম্ভে এবার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0
1

মহাকুম্ভে এবার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে উত্তরপ্রদেশের(uttarpradesh) প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও  সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন তিনি। তার সঙ্গে সঙ্গমে পূণ্যস্নান করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।এদিন কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মহাকুম্ভ মেলা চত্বর৷ রাষ্ট্রপতির (president)  পুণ্যস্থানের সময় ভাসমান জেটি থেকে পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ভাসমান জেটি থেকে নেমে আসা সিঁড়ি বেয়েই ত্রিবেণী সঙ্গমস্থলে নামেন রাষ্ট্রপতি মূর্মু। নিরাপত্তারক্ষীরা দড়ি দিয়ে তার স্নানের জায়গাটি ঘিরে দেন। পুণ্যস্নানের পর বড় হনুমান মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি৷

ভার্চুয়াল পদ্ধতিতে পুণ্যার্থীরা কী ভাবে কুম্ভমেলার অভিজ্ঞতা লাভ করছেন, সেটাও দেখেন তিনি।রবিবার রাতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর তারাই তাকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যান। গত ৫ ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রয়াগরাজে(prayagraj) পৌঁছানোর পর থেকে তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও স্নানের সময় একাই দেখা যায় মোদিকে।

বিগত কয়েক দিনে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। অগ্নিকাণ্ড থেকে শুরু করে পদপিষ্টের ঘটনায় একাধিকজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কুম্ভে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ আসার দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ এবং প্রধানমন্ত্রীর স্নানের খুঁটিনাটি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিরাপত্তায় যাতে কোনও রকম ফাঁকফোকর না থাকে তা নিশ্চিত করেন।