কয়েন তৈরি বন্ধের নির্দেশ ট্রাম্পের, নয়া নিদানে এ বার কোপ মার্কিন কয়েনে

0
1

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া নির্দেশে এ বার কোপ মার্কিন কয়েনে। আমেরিকার টাঁকশালে আর কোনও নতুন কয়েন তৈরি না করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, অপব্যয় রুখতেই এমন সিদ্ধান্ত ট্রাম্পের। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই কয়েন তৈরি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।ট্রাম্পের দাবি, এই কয়েন তৈরি করতে গিয়ে সরকারের অযথা খরচ হচ্ছে। রবিবার রাতে নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, অনেকদিন ধরেই কয়েন তৈরি করছে ইউনাইটেড স্টেটস। কিন্তু, প্রতিটি কয়েন তৈরিতে খরচ হয় ২ সেন্ট-এরও বেশি। এটা একেবারে বাজে খরচ। তাই আমি ট্রেজারি সেক্রেটারিকে পেনি উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমেরিকান পেনির মূল্য এক ডলারের মাত্র এক শতাংশ। মার্কিন মিন্ট-এর তথ্য বলছে, ২০২৪ অর্থবর্ষে ৩.২ বিলিয়ন পেনি তৈরিতে ৮৫.৩ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সেই হিসেবে দেখতে গেলে প্রত্যেক করদাতার মাথা পিছু ০.০৩৭ ডলার ক্ষতি। এ ছাড়াও নিকেল কয়েন তৈরিতেও ক্ষতির মুখ দেখছে মার্কিন টাঁকশাল। প্রত্যেক নিকেল কয়েনের মূল্যের তিন গুণ তার তৈরির খরচ।

আমেরিকারকে নতুন রূপে গড়ার ডাক দিয়েছিলেন নির্বাচনী প্রচারে। ক্ষমতায় আসার পর সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি। অবৈধ অধিবাসীদের ফেরত পাঠানো থেকে লিঙ্গ রাজনীতি, সব খরচ কমিয়ে দেশের আয় বাড়ানো ও আমেরিকাকে নতুন রূপে গড়ে তোলার উদ্যোগে নেওয়া পদক্ষেপ বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।