লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে, ৩০০ কিলোমিটার লম্বা যানজটে ফেঁসে হাঁসফাস অবস্থা   

0
4

একের পর এক গাড়ির সারি।এক ইঞ্চিও এগোনোর সুযোগ নেই। গাড়ির হর্নে কান পাতা দায়। সকলেই চাইছেন এগিয়ে যেতে। কিন্তু তীব্র যানজট কাটিয়ে এগোনোর কোনও উপায় নেই! এমনই ছবি দেখা গিয়েছে প্রয়াগরাজে। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড় হবে, তা আগে থেকেই আন্দাজ করেছিল উত্তরপ্রদেশ সরকার। মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্বও দিচ্ছিল যোগী আদিত্যনাথ সরকার। এমনকি, কোটি কোটি পুণ্যার্থীর ‘নিশ্ছিদ্র সুরক্ষা’ ব্যবস্থার দাবি করেছিল তারা।কিন্তু বাস্তবের সঙ্গে ,তার কোনও মিল পাওয়া যায়নি।

পদপিষ্টের ঘটনা, ঘন ঘন অগ্নিকাণ্ড থেকে যানজট। নানা কারণে মহাকুম্ভের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে।মহাকুম্ভে ত্রিবেণীসঙ্গমে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে। লম্বা যানজটে আটকে অনেকেই ফিরতি পথ ধরেছেন। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা সেই যানজটের মধ্যেই আটকে থাকলেন। শুধু ছোট, বড় যাত্রিবাহী গাড়ি নয়, পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুল্যান্সও ফেঁসে গিয়েছে প্রায় ৩০০ কিলোমিটার লম্বা যানজটে। অনেকেই সড়কপথে মহাকুম্ভে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিহার পেরোতেই গাড়ি আটকে পড়ছে তীব্র যানজটে। মধ্যপ্রদেশের মাইহারের পুলিশ জানিয়েছে, রবিবার থেকে শুরু হওয়া যানজটের কারণে প্রয়াগরাজের দিকে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে! পুলিশই জানিয়েছে, যানজট রয়েছে ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে । ওই যানজটে আটকে পড়া পুণ্যার্থীরা কেউ পাঁচ ঘণ্টা, কেউ আট ঘণ্টা, কেউ আবার ১২ ঘণ্টা অপেক্ষা করছেন বলেও দাবি। অনেকেরই দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও যানজট কাটেনি।

তীব্র যানজটের নানা ছবি, ভিডিও রবিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আবেদন, যানজটে আটকে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। তীর্থযাত্রীদের উদ্ধারে জরুরি ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথের সরকারকে। অতিরিক্ত ভিড়ের কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনৌয়ের উত্তর রেলের আধিকারিক কুলদীপ তিওয়ারি জানিয়েছেন, স্টেশনের বাইরে এতই ভিড় যে, পুণ্যার্থীরাও স্টেশন ছেড়ে বার হতে পারছেন না।