দিল্লির ফল নিয়ে কংগ্রেসের অবস্থানকে দুষলেন মমতা, হরিয়ানা নিয়ে বিঁধলেন AAP-কেও

0
3

দিল্লির নির্বাচনে আপ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সভানেত্রী জানান, কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এমনটা হত না। হরিয়ানাতে AAP যদি কংগ্রেসকে নিয়ে চলত, তাহলেও ফল অন্যরকম হতো।

২০১৫ ও ২০-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। কিন্তু ২০২৫-এ সেটা আর হল না। ২৭ বছর পরে ক্ষমতায় ফিরেছে BJP। আপের ঝুলিতে এসেছে মাত্র ২২টি আসন। হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মণীষ সিসোদিয়া। কোনও মতে মান রক্ষা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। কমেছে ভোটের হারও। ৪৩.৫৭ শতাংশ ভোট পেয়েছে আপ। রাজধানীর ভোটের এই ফলের জন্য I.N.D.I.A.-র শরিকরা দুষছেন কংগ্রেসকে (Congress)। এই বিষয় নিয়ে ভোটের ফল প্রকাশের পর থেকে কোনও মন্তব্য করেননি মমতা। কিন্তু এদিন তিনি কংগ্রেস-আপ দুপক্ষকেই আসন সমঝোতা না হওয়ার জন্য দায়ী করেন।
আরও খবর:২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরব আমরা: পরিষদীয় বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল সভানেত্রী

মমতা বলেন, “দিল্লির নির্বাচনে কয়েক শতাংশের হেরফেরে ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এমনটা হত না। হরিয়ানাতে AAP যদি কংগ্রেসকে নিয়ে চলত, তাহলেও ফল অন্যরকম হতো।“ তৃণমূল (TMC) সুপ্রিমোর মতে, “কংগ্রেস-আপ নিজেদের মধ্যে সমঝোতা করেনি।“ অর্থাৎ তাঁর কথায়, দিল্লি (Delhi) নির্বাচনে কংগ্রেস-আপ নিজেদের মধ্যে সমঝোতা করেনি বলেই BJP জিতেছে।

এর আগে I.N.D.I.A.-র আরেক শরিক জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নির্বাচনের ফল বেরোতেই তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অউর লড়ো আপস মে“। অর্থাৎ আরও নিজেদের মধ্যে লড়াই করো! এবার দিল্লির নির্বাচনের ফলের জন্য দুই শরিককে সমানভাবে দায়ী করলেন মমতাও। ইন্ডিয়ার মধ্যে কংগ্রেসের অনড় মনোভাবের প্রভাব পড়ছে শরিকদের মধ্যেও। তার জেরে হাত ছাড়া হচ্ছে ক্ষমতা। এই কোন্দলে অসন্তুষ্ট শরিকরাই।