ফের এক ব্যস্ত সোমবার সন্ধ্যায় ব্যাহত কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের (Blue Line) পরিষেবা। এসপ্ল্যানেড (Esplanade) মেট্রো স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টায় মেট্রো বিভ্রাটের মুখে অফিস যাত্রীরা। বন্ধ করে দেওয়া হয় সেন্ট্রাল (Central) থেকে ময়দান (Maidan) পর্যন্ত মেট্রো পরিষেবা। দীর্ঘক্ষণ এই অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করার ফলে মূলত বিপর্যস্ত হয়ে পড়েন অফিস যাত্রীরাই।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। দ্রুত তাঁকে উদ্ধারে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ। তবে তার জন্য বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ। ফলে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল (Central) ও কবি সুভাষ থেকে ময়দান (Maidan) পর্যন্ত মেট্রো আপ ও ডাউন লাইনে চলাচল করলেও, বন্ধ থাকে মাঝের পরিষেবা।
মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা নিত্য দিনের যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার পুরো প্রভাবটাই পড়ে ব্যস্ততম মেট্রো রুট ব্লু লাইনের যাত্রীদের উপর। অথচ তারপরেও কোনও বিকল্পের সন্ধান দিতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। একদিকে মেট্রো থেকে যথেষ্ট আয় হচ্ছে না, এই অজুহাতে কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোর সংখ্যা। অন্যদিকে নেই যাত্রী নিরাপত্তা। ফলে সোমবারের আত্মহত্যার ঘটনার পরে যথেষ্ঠ ক্ষোভ যাত্রীদের মধ্যে।
–
–
–
–
–
–
–
–