বালুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি ইডি, পরিষদীয় দলের বৈঠকে সাফ কথা দলনেত্রীর

0
4

রাজনৈতিক কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে আটকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এককালের ‘আস্থাভাজন’ বালুর প্রশংসা।  সোমবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে এমনই জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়দলের তৈরি সংঘাতের আবহে ‘তিনিই যে শেষকথা’, সেই প্রসঙ্গটিই ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেত্রী।।নেত্রী এদিন বলেন, “বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে।” এরপরেই তিনি জানান, “রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।”

রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি খাদ্য মন্ত্রীও ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর তাঁকে খাদ্য দফতর থেকে বন দফতরে পাঠিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগে রেশন মামলায় জামিন পান জ্যোতিপ্রিয়।