সদ্য সমাপ্ত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জাগোবাংলা (Jago Bangla) স্টল থিমের (theme) নিরিখে সেরার সেরা পুরস্কার পেয়েছে। এই খবরে যার পর নাই খুশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এই উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি তিনি। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন (Budget session) শুরুর দিন সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় জাগোবাংলার স্টলের বিষয়টি উত্থাপন করে তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি খুশি জাগো বাংলা (Jago Bangla) প্রথম হয়েছে।
এবারে জাগোবাংলা (Jago Bangla) স্টলের থিম তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সেখানে মাটির বাড়ি, একটি বিরাট অর্জুন গাছ রাখা হয়েছিল, তার সঙ্গে ছিল কুলুঙ্গি। এছাড়াও বাঁকুড়ার ডোকরার মূর্তি দিয়ে সাজানো হয়েছিল স্টল। সব মিলিয়ে একটি গ্রাম্য পরিবেশ গড়ে উঠেছিল, যা যথেষ্ট পছন্দ হয়েছে বইমেলায় আসা কয়েক লক্ষ মানুষের। বইমেলার ক’টা দিন সকাল থেকে রাত পর্যন্ত জাগোবাংলা স্টলে ভিড় উপচে পড়ে। সেই সঙ্গে লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। বিশেষ করে দু’ব্যাগ মমতা এবং তাঁর নতুন তিনটি বইয়ের কাটতি ছিল ব্যাপক। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মেলার শেষদিনেও প্রকাশকের ঘর থেকে বই আনাতে হয়েছিল। সেরার সেরা লেখকের তালিকায় অবশ্যই প্রথম নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
–
–
–
–
–
–
–
–
–