লন্ডনে গান গাইতে গিয়ে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের টানে ভারতের কনসার্টের মাঝেই মুর্শিদাবাদ ছুটে এলেন ব্রিটিশ গায়ক এড সিরান (Ed SHeeran)। অরিজিৎ সিং-এর (Arijit Singh) ফ্যান হয়ে যাওয়া সিরান সওয়ার অরিজিতের বিখ্যাত স্কুটিতেও। নৌকা সফরেও একসঙ্গে দেখা গেল সিরান ও অরিজিৎকে।
ভারতে কনসার্ট সিরিজে (concert series) ব্রিটিশ গায়ক-লেখক এড সিরান (Bengaluru)। রবিবার সকালেই বেঙ্গালুরুতে তার স্ট্রিট শো চলাকালীন মাইক খুলে দিয়ে বিতর্কে বেঙ্গালুরু পুলিশ। তবে তার আগে চেন্নাইয়ে তাঁর শো-তে দেখা করতে আসেন এ আর রহমান (A R Rahman)। কিন্তু এবার তারকা শিল্পী অরিজিতের সঙ্গে নিজেই দেখা করতে চলে এলেন সিরান।
অরিজিতের তুম হি হো শুনে তার ভক্ত হয়েছিলেন সিরান। এরপর ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে লন্ডনে (London) অরিজিতের শো-তে নিজেই উপস্থিত হন সিরান। দুই শিল্পীর একসঙ্গে গানের ভিডিও ভাইরালও হয়। এবার সিরান ভারতে। ফের তাই সাক্ষাৎ দুই শিল্পীর।

রবিবার বেঙ্গালুরু কনসার্টের পরে সিরান যাবেন শিলং-এ শো করতে। পথেই মুর্শিদাবাদ। আর সেখানেই সটান তিনি হাজির জিয়াগঞ্জে (Jiaganj) অরিজিতের (Arijit SIngh) বাড়িতে। অরিজিৎও আতিথেয়তায় নিজের swag বজায় রেখেছেন। নিজের স্কুটিতে ঘুরিয়েছেন প্রিয় শহর জিয়াগঞ্জ। নৌকায় গঙ্গা সফরেরও ব্যবস্থা করে দিয়েছেন।
–
–
–
–
–
–





























































































































