“হাল ছাড়িনি, লড়ছি“- হাতে স্যালাইনের সূচ ফোটানো ছবি দিয়ে এই কথা লিখে স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করছেন পর্দার বিনোদিনী দাসী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। ছবি দেখে চিন্তায় ভক্তকুল। কী হয়েছে রুক্মিণীর? বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন অভিনেত্রী। এই সঙ্গে চলছে ছবির প্রচার। ফলে কাবু হয়ে পড়েন। ভর্তি হতে হয় হাসপাতালে। তবে, সূত্রের খবর এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।
‘খাদান’ ছবির ৫০ দিনে সাফল্য উদ্যাপনে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেন দেব। সেই অনুষ্ঠানেও কিছুটা দেরিতে রুক্মিণী। সে সময়েই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার রাতে সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করেন ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukharjee)। লেখেন, “রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে“।
আরও খবর: ফের উত্তপ্ত ভাঙড়, সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
সূত্রের খবর, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হন রুক্মিণী (Rukmini Moitra)। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। জ্বরের কারণেই বেশি দুর্বল হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী। সমাজমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
–
–
–
–
–
–
–
–





























































































































