ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগানের, অনুর্ধ্ব ১৩ লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

0
2

ফের ডার্বি জয় মোহনবাগান সুপার জায়ান্টের। গতকাল অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ৪-২ গোলে। আর আজ হারাল অনুর্ধ্ব ১৩ লিগে। এদিন বিধাননগর পৌরসভার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল সাগ্নিক কুণ্ডুর। চলতি মরশুমে ডার্বিতে দাপট দেখাচ্ছে মোহনবাগান। সিনিয়র ও জুনিয়র ডার্বি মিলিয়ে মোট ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে সবুজ-মেরুন কাল্ব।

শুরু হয়েছে অনুর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেন সাগ্নিক কুণ্ডুর। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন।

গতকাল অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারিয়ে ছিল সবুজ-মেরুন। কল্যাণীতে অনুর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রোমিত দাস এবং শিশির সরকার।

আরও পড়ুন- মানবিক নেহরা, ছোটবেলার কোচের পাশে প্রাক্তন পেসার, কিনে দেন বাড়ি