রাত পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা।সোমবার থেকে পরীক্ষা শুরুর আগের দিন আজ, রবিবার পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির চলছিল। আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, পরিস্থিতি দেখেই রেগে আগুন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।ক্ষুব্ধ বিধায়ক মঞ্চে তো উঠলেনই না, এমনকী দলীয় কর্মীদের ধমক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন সেই মাইক।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।
জানা গিয়েছে, রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে সেই রক্তদান শিবির হচ্ছিল। সেই উপলক্ষে সকাল থেকেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ।তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন।
এরপরই ক্ষুব্ধ বিধায়ক স্পষ্ট জানতে চান, মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল।বিধা.কের রণংদেহী মূর্তি দেখে দলীয় কর্মীরাও ঘাবড়ে যান।তারা ক্ষমা চাইলেও, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলতে বলেন। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ্য রাখা হবে।
–
–
–
–
–
–
–
–
–