রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

0
3

অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। খারাপ সময় এখনও কাটিয়ে উঠতে পারেননি ভারত অধিনায়ক। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে রোহিতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। বলা ভালো রোহিতের পারফরম্যান্সে বিরক্ত তিনি। কপিল দেবের মতে, রোহিতের জন্য ভারতীয় দল সমস্যায় পড়ছে।

এই নিয়ে কপিল দেব বলেন, “ রোহিত বড় ক্রিকেটার। আশা করছি ও তাড়াতাড়ি ফর্মে ফিরবে। গোটা দেশ ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ওর ব্যাটে রান নেই। রোহিতের জন্যই সমস্যা বাড়ছে ভারতের। দল অনেক সময় খারাপ খেলছে। অধিনায়ক খারাপ ফর্মে থাকলে দল সমস্যায় পড়ে। সেটাই হচ্ছে। খারাপ ফর্ম ওর নেতৃত্বেও প্রভাব ফেলছে। “ এখানেই না থেমে কপিল দেব আরও বলেন, “ দল ভালো খেললে প্রচুর প্রশংসা পায়। আর না জিতলেই সমর্থকদের রাগ হয়। তখন মারাত্মক সমালোচনায় বিদ্ধ হয় ক্রিকেটাররা। তাই আমার মতে এত প্রশংসা না করাই ভালো।”

সব ফরম্যাটেই ব্যার্থ রোহিত। ব্যাটে রান আসছে না তাঁর। ফলে রোহিত যে কেরিয়ারের চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন- চেন্নাইয়ানের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে হতাশ অস্কার, কী বললেন তিনি?