সম্পত্তি নিয়ে বিবাদ চরমে! দাদুকে ৭৩ বার কুপিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে, রেহাই পেলেন না মা’ও

0
4

মর্মান্তিক ঘটনা হায়দরাবাদে। স্রেফ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের দাদুকে ৭৩ বার কুপিয়ে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। বাধা দিতে গেলে নিজের মা কেও কোপানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও। তাঁর নাতি কীর্তি তেজা সদ্যই পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরে মা কে নিয়ে হায়দরাবাদে দাদুর সঙ্গে দেখা করতে যান। সেখানেই কথাবার্তা চলাকালীন সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় দাদু ও নাতির মধ্যে। বচসা এমন জায়গায় পৌছায় যে আচমকাই দাদুর ওপরে চড়াও হয় নাতি। ছুরি বার করে দাদুকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন তেজা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বাধা দিতে গেলে নিজের মা কেও ছাড়েননি ওই যুবক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় তেজাকে।

আরও পড়ুন- রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_