মাও-অভিযানে ফের সাফল্য, বিজাপুর নিহত ৩১ মাওবাদী, মৃত ২ নিরাপত্তাকর্মী

0
1

গোপণ সূত্রে খবর পেয়ে ফের মাওবাদী (Maoist) বিরোধী অভিযানে সাফল্য নিরাপত্তা রক্ষী বাহিনীর। রবিবার ভোর থেকে অভিযানে মৃত্যু হল ১২ শীর্ষ মাওনেতার। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে এই অভিযানে নিহত হন ২ নিরাপত্তা কর্মীও। আরও ২ নিরাপত্তাকর্মী আহত হন, তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। রবিবার সকাল থেকে তল্লাশিতে পরে উদ্ধার হয় মাওবাদীদের দেহ। মোট ৩১ মাওবাদী নিহত, দাবি পুলিশের।

গতমাসে বিজাপুরে (Bijapur) মাও আইইডি বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর আট জওয়ান নিহত হন। এরপর থেকেই বিজাপুর এলাকায় মাওবাদী বিরোধী তল্লাশি শুরু হয় জোর কদমে। একদিকে সিআরপিএফ (CRPF) ও কমব্যাট ফোর্স, অন্যদিকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এই অভিযান শুরু করে। সেই মতো বিজাপুরের (Bijapur) ইন্দ্রবাতী ন্যাশানাল পার্ক সংলগ্ন জঙ্গলে মাওবাদী শীর্ষনেতারা লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী।

ইতিমধ্যেই ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া এলাকায় সাধারণ মানুষ ও পুলিশের ইনফর্মারদের খুন করতে শুরু করেছে মাওবাদীরা। বিজাপুরে (Bijapur) সেই পরিস্থিতি তৈরি করার আগেই অভিযানে নামে নিরাপত্তাকর্মীরা। শনিবার বিকাল থেকে ইন্দ্রাবতী ন্যাশানাল পার্ক (Indravati National Park) সংলগ্ন এলাকায় শুরু হয় তল্লাশি। খবর ছিল সেখানে মাওবাদী শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত রয়েছে।

নিরাপত্তাকর্মীদের তল্লাশি শুরু হতেই পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করে মাওবাদীরা (Maoist)। পরে রবিবার সকালে ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে জানানো হয় প্রতিরক্ষা বাহিনীর তরফে। পরে পুলিশের তরফে জানানো হয় জঙ্গলে পাওয়া গিয়েছে ৩১ মাওবাদীর দেহ। মৃত্যু হয় ২ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডেরও (DRG)। তবে এই অভিযানে শেষ হয়নি তল্লাশি, জানানো হয়েছে নিরাপত্তাকর্মীদের তরফে।