১২ ফেব্রুয়ারি বিধানসভায় (Assembly) পেশ করা হবে রাজ্য বাজেট। সেই কারণে সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার (Assembly) বাজেট অধিবেশন। দুপুর দু’টোয় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষণের পর তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে জানিয়েছেন, ১১ তারিখ সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিধানসভায় শোক প্রস্তাব আনা হবে। তারপর দিনের মতো মুলতুবি হয়ে যাবে অধিবেশন।১২ ফেব্রুয়ারি বিকেল চারটায় বাজেট পেশ হবে। এরপর ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর চার ঘণ্টা আলোচনা হবে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। এরপর ফের ১৭ তারিখ অর্থাৎ সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে। পাশাপাশি আগামী ১৮ তারিখ চার ঘণ্টা ও ১৯ তারিখ তিন ঘণ্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই জায়গা থেকে দেখতে গেলে এটাই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সুতরাং এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের আগে ১০ তারিখ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকের কথা। তৃণমূল সভানেত্রী হওয়ার পাশাপাশি বিধানসভায় দলনেত্রীও মমতা। বিধানসভায় নৌশাদ আলি কক্ষে হবে এই সভা। তৃণমূলের সব বিধায়ককে বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি পরিষদীয় দলকে নিয়ে বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শুরুর দিনেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক সেরে নেবেন মমতা। কারণ, আগামী বছরের বিধানসভা ভোটের আগে এটিই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই কারণে এ বারের বাজেট অধিবেশনে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং তৃণমূল বিধায়কদের কী ভূমিকা হবে- তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দুই তরুণের হাতে কন্টাই কো-অপারেটিভের দায়িত্বভার
_
_
_
_
_
_
_