কেতুগ্রামে বোমা বিস্ফোরণ! কেঁপে উঠল এলাকা, উড়ে গেল শৌচালয়

0
2

কেতুগ্রাম ১ ব্লকের চেঁচুরি গ্রামে রবিবার রাতে বিস্ফোরণের ঘটনায় ছড়ায় আতঙ্ক। প্রাথমিক অনুমান, মজুত বোমা থেকেই বিস্ফোরণের ঘটনা। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কী কারণে বিস্ফোরণে ঘটনা, তার তদন্ত চলছে। সেইসঙ্গে কারা জড়িত, তারও সন্ধান চলছে।

পুলিশ ও এলাকা সূত্রের খবর, চেঁচুরি গ্রামের প্রান্তে প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত একটি মাটির ভাঙা বাড়ির লাগোয়া এলাকায় রয়েছে একটি শৌচাগার। সেই শৌচাগারেই বিস্ফোরণটি হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে পুরো বাথরুমটাই উড়ে গিয়েছে। তবে ভিতরে কেউ ছিল কি না, রাতে বোঝা যায়নি। তবে এলাকার লোকজনের ধারণা, কোনও অপকর্ম করার জন্যই দুষ্কৃতীরা ওখানে বোমা মজুত করেছিল বা ওখানে বসে বোমা বাঁধছিল।

আরও পড়ুন- শীঘ্রই তৈরি হবে জেলাভিত্তিক ইউনিট, ওয়েবকুপার বৈঠকে ঘোষণা চেয়ারম্যান ব্রাত্য বসুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_