বইমেলায় Best Stall ‘জাগোবাংলা’, বেস্ট সেলার মুখ্যমন্ত্রীর লেখা বই

0
2

কলকাতা বইমেলা-য় (Kolkata Book Fair) ‘জাগোবাংলা’-কে -এর স্বীকৃতি দিল পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবারের বইমেলার শেষ দিনে এই ঘোষণা করা হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) থিম ভাবনায় এবার তৈরি হয় ‘জাগোবাংলা’র স্টল। থিম মা-মাটি-মানুষ। আর সেটাই সেরার শিরোপা ছিনিয়ে আনল। ট্রফি রাখা হল স্টলেই কর্মীদের মাঝখানে। বিপুল চাহিদা থাকায় বই বিক্রিতেও সেরা মুখ্যমন্ত্রীর লেখা বই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায়, মননে, সৃষ্টিতে মা-মাটি-মানুষ। সেই কারণেই এবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগোবাংলা’র স্টলের থিমও তিনি করেছিলেন মা-মাটি-মানুষ। একেবারে গ্রামবাংলার বাড়ির আদলে করা মাটির লেপা স্টল। কুলঙ্গিতে বই। উদ্বোধনী মঞ্চে স্বয়ং মুখ্যমন্ত্রী জানান, আমাদের জাগোবাংলা স্টলের থিমটা আমার করে দেওয়া। মা-মাটি-মানুষ থিম। তার সঙ্গে রাখা হয়েছে মাটির বাড়ি ও সেখানে কুলুঙ্গি। তার মধ্যে বই রাখা হয়েছে। আগেকার দিনে যেমনটা থাকত। এ-ছাড়াও একটা অর্জুন গাছ রাখা হয়েছে। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাওয়া যাবে জাগোবাংলা স্টলে ঢুকলেই।

কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) বরাবর আকর্ষণীয় হয় ‘জাগোবাংলা’র স্টল। কারণ স্টলের থিম। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবল কর্মব্যস্ততার মধ্যেও স্বয়ং তৃণমূল সুপ্রিমো সেই স্টলের থিম ঠিক করে দিয়েছেন মা-মাটি-মানুষ। শুধু দলীয় মুখপত্রের স্টল বললে ভুল হবে। গোটা স্টলটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় তৈরি এই মঞ্চ আসলে গ্রাম বাংলার ছবি, মনের শান্তি, প্রাণের আরাম। বইমেলার পাঠকদের কাছে অন্যরকম আকর্ষণ। তার পাশে ছোট্ট আড্ডা মঞ্চ। লেখকদের আড্ডা। দলীয় কর্মী-নেতৃত্বের নিপাট বইমেলার আড্ডা। সবুজ গালিচা। পুরো বিষয়টি দক্ষ হাতে তদারক করেন তৃণমূল সাংসদ দোলা সেন। মঞ্চের আড্ডায় সক্রিয় ভূমিকায় দেখা যায় পূর্ণেন্দু বসুকেও।
আরও খবর: রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

এই স্টলের আরেক আকর্ষণ প্রতি সন্ধ্যার অনুষ্ঠান। শিল্পীদের গান শোনা আর তার সঙ্গে বইয়ের অক্ষরে ডুবে থাকা নিশ্চিত এক অনন্য অভিজ্ঞতা। মেলা শেষের আগেই জাগোবাংলা সেরা স্টল। তবে সব কিছুর ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট।

বইপ্রেমিকদের মূল আকর্ষণ তাঁর বই। দুই ব্যাগ মমতা ইতিমধ্যেই শেষ। এছাড়াও মুখ্যমন্ত্রীর দেড় শতাধিক বই এবার মেলায়। পাঠকরা কিনেছেন ভিড় করে। বিপুল চাহিদা। অবস্থা এমন যে সেই বইও স্টলে শেষ।