সাময়িক শীতে এক ধাক্কায় দক্ষিণবঙ্গে পারদপতন ৭ ডিগ্রি!

0
1

শীতের বিদায়বেলায় জোরালো হচ্ছে ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।যদি যদিও এই ঠান্ডার অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হবে না।আগামী সপ্তাহের গোড়া থেকেই ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। সোমবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। রাজ্যজুড়ে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

-.