কল্যাণীর (Kalyani) রথতলায় বাজি বিস্ফোরণের (Crackers Factory Explosion) ঘটনায় জেলা শাসক এবং জেলা পুলিশের থেকে আগেই রিপোর্ট তলব করেছে নবান্ন (Nabanna)। এরপর শনিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাতের মধ্যেই অবৈধ কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত খোকন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ।
এদিন সকাল থেকেই টালিখোলা এলাকা বেশ থমথমে। কোথাও পড়ে রয়েছে দাহ্যপদার্থ কোথাও আবার বাজির প্যাকেটর গায়ে লাগানো লেবেল গতকালের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে বারবার। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঘটনাস্থল। শুক্রবারেই চারজনের মৃত্যুর খবর মিলেছিল। আজ শনিবার সকালে গুরুতর জখম বাকি একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে এদিন আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
–
–
–
–
–
–
–
–
–
–