সরস্বতীপুজোর বিসর্জন ঘিরে অশান্তি, হুগলিতে আক্রান্ত পুলিশ

0
3

বাঙালির উৎসবে প্ররোচনা দিয়ে অশান্তির ঘটনা সাম্প্রতিক সময়ে রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সর্বত্র সহানুভূতির সঙ্গে সমস্যার সমাধান করা সত্ত্বেও হামলার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এবার বেপরোয়া যুবকদের সরস্বতী বিসর্জনে (Saraswati emersion) মাইকের তাণ্ডব বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) মাথা ফাটল পুলিশের এএসআই-এর।

সরস্বতী পুজো (Saraswati puja) শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ কেটে গেলেও প্রতিমা বিসর্জন শেষ করতে পারেননি পুজো আয়োজকরা অনেক জায়গাতেই। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকার একটি সরস্বতী বিসর্জনে জোরে মাইক বাজানো নিয়ে গোলমালের সূত্রপাত। স্থানীয়রা পুলিশে অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ সেই আয়োজকদের মাইক বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপরই চড়াও হয় আয়োজকরা।

সম্প্রীতির পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বারোয়ারি সরস্বতী পুজোগুলি যাতে সম্পন্ন হয়, তার জন্য একাধিক এলাকায় বাহিনী বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ। তবে পাণ্ডুয়ায় আগে থেকে কোনও অশান্তির সম্ভাবনা না থাকায় অতিরিক্ত সচেতনতা ছিল না। এদিন পুলিশকে বাধা দিতে পুলিশের উপর পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয়রা। পাথরের আঘাতে মাথা ফাটে এএসআই (ASI) রাজদেব হাজরার। আহত হন এক ভিলেজ পুলিশকর্মীও। এরপরই গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।