আপের হারে ‘খুশি’ কংগ্রেস! বিজেপির প্রতিশ্রুতি পালনের অপেক্ষা কেজরিওয়ালের

0
3

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলে অঙ্কের হিসাবেই স্পষ্ট ভোট কাটাকাটির রাজনীতি। যে পরিমাণ ভোটে বিজেপি জিতেছে, অনেক বিধানসভা কেন্দ্রেই দেখা গিয়েছে কংগ্রেসের (Congress) ভোট ঠিক ততটাই। কার্যত কংগ্রেস যে এভাবেই কেজরিওয়ালের দলকে (Arvind Kejriwal) দিল্লির ক্ষমতা থেকে নামাতে চেয়েছিলেন, স্পষ্ট সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) থেকে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের বক্তব্যে। যদিও জনগণের রায়কে শিরোধার্য করে শক্তিশালী বিরোধীর ভূমিকা পালনের প্রতিশ্রুতি কেজরিওয়ালের। সেই সঙ্গে বিজেপি নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, তা পূরণের অপেক্ষা তিনি করবেন বলে জানান।

নির্বাচনের ফলাফলে পরাজয় ঘোষণার পরে সমাজ মাধ্যমে আসতে এতটুকু দেরি করেননি আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি ভিডিও বার্তায় জানান, জনগণের সিদ্ধান্ত শিরোধার্য এবং আমরা তাকে সম্মান করি। বিজেপিকে অভিনন্দন, আশা করছি তারা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। আমরা শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করব। রাজনীতিকে ক্ষমতার মাধ্যম হিসাবে নয়, মানুষের কাজ করার জন্য রাজনীতিকে মাধ্যম হিসাবে দেখে এসেছি এবং তা-ই করে যাব।

তবে ভোটের ফলে শূন্যে নেমে যাওয়া কংগ্রেস যদিও স্পষ্ট করে দিয়েছে এই ফলাফলে তারা খুশি। প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) দাবি, আমি মনে করি, এটা স্পষ্ট ছিল যে দিল্লিবাসী পরিবর্তন চেয়েছিল। পরিস্থিতি যা ছিল তাতে তারা বিরক্ত ছিল। আমি মনে করি তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কার্যত বিজেপির জয়ের কারিগর হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন প্রিয়াঙ্কা।

একইভাবে নিজেদের নেওয়া পদক্ষেপ কীভাবে আপ-কে (AAP) পরাজয়ের দিকে এগিয়ে দিয়েছে ব্যাখ্যা করে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি, কংগ্রেসই আপের শাসনকালের দুর্নীতিকে নির্বাচনের প্রচারে তুলে ধরেছে। ভোটাররা সেই প্রচার দেখেই আপ-কে ত্যাগ করেছে বলেও তিনি দাবি করেন। কীভাবে আপের পিছনে ছুরি মারার কাজ করেছে কংগ্রেস, তাদের নেতাদের কথাতেই স্পষ্ট নির্বাচনের ফলাফল শেষে।

দিল্লি নির্বাচনে বিজেপি-বিরোধী দুই দলের বিবাদ অবশ্য ভালোভাবে নেয়নি জোট শরিকদলগুলি। শিবসেনার পাশাপাশি তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ন্যাশানাল কনফারেন্স (NC) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ক্ষোভের সঙ্গে তিনি শুধু বলেন, নিজেদের মধ্যে আরও লড়াই করো!

যদিও দিল্লির ফলাফলের পরে রাজ্যের বিজেপি নেতাদের চূড়ান্ত বাড় বাড়ন্তর পরে শাসকদল তৃণমূলের দাবি, দিল্লির নির্বাচনের ফলাফলে বাংলা কোনওভাবেই প্রভাবিত হবে না। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস ২৫০ পার। চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।