ব্রিজভূষণের বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস : সূত্র

0
2

যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, সেই ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতেই বসল কুস্তি ফেডারেশনের অফিস। সম্প্রতি জানা যায় , কুস্তি ফেডারেশনের অফিস ব্রিজভূষণের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে কুস্তি ফেডারেশনের অফিস। কিন্তু কোথায় কি। সেই জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। ২০২৩ সালে ব্রিজভূষনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন দেশের কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেস ফোগাটরা।

এই নিয়ে ফেডারেশন এক কর্তার বলেন, “নিউ দিল্লিতে ব্রিজভূষণের বাড়িতেই ফের কুস্তি সংস্থার অফিস ফিরেছে। ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার জন্য আমরা নতুন বাড়ি খুঁজে পাইনি। কেউ আমাদের বাড়ি দিতে রাজি নয়।” অথচ ফেডারেশন কর্তারা বলেছিলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন অফিসে চলে যাবেন তারা। তাদের যুক্তি অনুযায়ী, ফেডারেশনের উপর ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার কারণেই নতুন অফিস খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। যার মূল কারণ ছিল, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। তার পরে বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং। কিন্তু ফের ক্রীড়ামন্ত্রক নিষিদ্ধ করে কুস্তি ফেডারেশনকে। সেই নিষেধাজ্ঞা এখনও ওঠেনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন না বিরাট, দ্বিতীয় ম্যাচে কি খেলবেন ? এল বড় আপডেট