এবার শাস্তির মুখে রাজ্যের ১৭ জন চিকিৎসক। ওই চিকিৎসকেরা সরকারি নিয়ম না মেনে বিনা অনুমতিতে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি। ওই ১৭ জন চিকিৎসকদের মধ্যে কেউ পূর্ব মেদিনীপুরের, কেউবা পশ্চিম মেদিনীপুর কিংবা নদিয়ার।
অভিযোগ, কোনও অনুমতি না নিয়ে স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন তারা। অথচ তারা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত।
ওই চিকিৎসকেরা হলেন, প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশংকর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।
আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি তলব করেছে ওই ১৭ জন চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৭ জন চিকিৎসক।
–
–
–
–
–
–
–
–





























































































































