সোমবার থেকে শুরু হতে চলেছে ২০২৫- এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। কিন্তু এখনও অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড (Admit Card issue) পাননি বলে অভিযোগ উঠেছে। এবার আদালতের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার আগে জরিমানা দিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে ছাত্র-ছাত্রীদের। স্কুলকে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। প্রতি পড়ুয়া পিছু জরিমানা দিতে হবে আরও ৫ হাজার। ইতিমধ্যেই পোর্টাল চালু করে অ্যাডমিট কার্ড বিতরণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ১০টা পর্যন্ত যেসব পরীক্ষার্থীরা অ্যাডমিট পাননি তাঁদের এনরোলমেন্ট করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছে আদালত। হুগলির বেলমুড়ি স্কুলের এক মামলাকারীর অভিযোগ, তাঁর মেয়ের নামে অ্যাডমিট কার্ড ইস্যু না করে বোর্ড একই নামের অন্য এক পরীক্ষার্থীর নামে অ্যাডমিট কার্ড দিয়েছে। একাধিক স্কুলের অভিযোগ, স্কুলের প্রায় ২০০-২৫০ ছাত্র-ছাত্রীর নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মী রয়েছেন, তাই কোথাও ভুল হয়ে থাকতেই পারে। যেহেতু এই হয়রানির জন্য মূলত স্কুলগুলিই দায়ী। তাই বিচারপতি জানিয়েছেন, নতুন করে এনরোলমেন্ট করে অ্যাডমিট পেতে স্কুলগুলিকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি প্রতি পরীক্ষার্থীদের মাথাপিছু ৫ হাজার টাকা প্রসেসিং ফি এবং এনরোলমেন্ট ফি ১৮৫ টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে ক্যাশ অথবা UPI-এর মাধ্যমে এই জরিমানা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–