ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের জন্য ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার রাত ১০টা ১৫ থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ব্লক থাকবে পাওয়ার। বাতিল হয়েছে দক্ষিণ শাখার একাধিক ট্রেন। পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
কী কী ট্রেন বাতিল হয়েছে
* শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল
* ৯ ফেব্রুয়ারি- আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল
* ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল
এদিকে, শনিবার রাতে দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে। রবিবার সকালে চারজোড়া ডায়মন্ডহারবার লোকাল মগরাহাটে যাত্রা শেষ করে ফের সেখান থেকে ঘুরে শিয়ালদহ আসবে।
গত শনিবার ও রবিবারও শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল ছিল। ফলে সরস্বতীপুজোয় দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
–
–
–
–
–
–
–





























































































































