বিহারে ‘হ্যাঁ’ বাংলায় ‘না’! বাজেটে বঞ্চনা সত্ত্বেও রাজ্যের সাফল্য তুলে ধরলেন অভিষেক

0
3

২০২৫ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশের সময় আচমকা নির্বাচনমুখি বিহারের জন্য ঢালাও ঘোষণা করে ‘তাক’ লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যেখানে বাজেটের দিকে প্রতি বছর তাকিয়ে থাকে প্রতিটি রাজ্য সেখানে শুধুমাত্র বিহারকে (Bihar) বরাদ্দ দেওয়ায় কেন্দ্রের অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতির তীব্র বিরোধিতা লোকসভায় দাঁড়িয়ে করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে জোটসঙ্গীর বিহারে উদারহস্ত, অন্যদিকে বাংলাকে বঞ্চনার বিরোধিতায় সরব হন সাংসদ। সেই সঙ্গে কেন্দ্রের কোনও পরোয়া না করেই কীভাবে বাংলার সরকার বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন, তার পরিসংখ্যানও তুলে ধরেন অভিষেক।

মোদি সরকারের বাজেট নীতিতে অর্ধ-যুক্তরাষ্ট্রীয় নীতি ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, বিহারে (Bihar) জেডিইউ-এর (JDU) ১২ জন সাংসদ, অর্থাৎ বিজেপির (BJP) ১২ সাংসদ রয়েছে। বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ। বিহারে বিজেপি ক্ষমতায়, বাংলায় বিজেপির ক্ষমতা নেই। তার জন্য বাংলাকে বঞ্চনা ও বিহারের শ্রীবৃদ্ধি।

যেখানে বিহারকে ঢালাও ঘোষণা, সেখানে প্রতিবেশী বাংলার জন্য কোনও বরাদ্দ নেই বাজেটে। লোকসভায় দাঁড়িয়ে এই বাজেটকে বাংলা-বিরোধী বাজেট বলে দাবি করেন অভিষেক। তিনি পরিসংখ্যান তুলে ধরেন, বিভিন্ন প্রকল্পের খাতে বাংলায় ১.৭ লক্ষ কোটি বকেয়া কেন্দ্রের কাছে। তারপরেও বাজেটে কোনও বরাদ্দ হল না বাংলার জন্য। এটা ইচ্ছাকৃত বঞ্চনা বাংলার প্রতি, বাংলার উন্নয়নের বৃদ্ধির হারকে নিচের দিকে টেনে ধরার জন্য, দাবি অভিষেকের।

যদিও সেখানেই লোকসভায় অভিষেক তথ্য তুলে বাংলার ক্ষমতা ও ইচ্ছাশক্তির বর্ণনা করেন। বাংলার বাড়ি থেকে কর্মশ্রী – কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানুষকে পরিষেবা দিতে নিজেদের তহবিল থেকে কীভাবে খরচ করেছে রাজ্যের সরকার, তা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তাঁত শিল্প থেকে আইটি প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে নিজেদের উন্নয়নের পরিকাঠামো বাংলা নিজেই তৈরি করে নিয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের সরকার যেখানে স্বাস্থ্য ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিমাকে বেসরকারি করে দিয়ে যে জনবিরোধী পথে চলেছে, তার বিপরীত চিত্র যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে বাংলা তৈরি করেছে, তার তথ্যও লোকসভায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।