শুক্রবার আরও বেড়ে গেল সোনার দাম!

0
1

শুক্রবার আরও বেড়ে গেল সোনার দাম ৷ সম্প্রতি ২২ ক্যারেট সোনার দাম ছাড়িয়ে গিয়েছে ৮০ হাজার টাকা ৷ এদিন সোনার দাম বৃদ্ধির জেরে ১ ভরি কিনতে বেশ অনেক টাকা খরচ হয়ে যাবে ৷

বিশেষজ্ঞদের মতে ২০২৫-এ বিপুল দাম বাড়তে চলেছে সোনার দাম ৷ ইতিমধ্যেই ফের শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা তুঙ্গে ৷ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি কত বাড়ল সোনার দাম দেখে নিন ৷ ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ৮০২০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম বেড়ে ৬৫৮৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৫৯০৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।