ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এবার ক্যাম্পাসে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ বাম ছাত্রনেতার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এই ভিডিও আপাতত সমাজমাধ্যমে ভাইরাল (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে (ICC) অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে নির্যাতিতা জানান বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে তাঁকে এবং তাঁর এক বন্ধুকে যৌন হেনস্থা করেন সিনিয়র এক বাম ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের ছাত্র তিনি। অভিযুক্ত বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্য বলে অভিযোগ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)।
অভিযুক্ত ওই বামনেতার বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে এই বিষয়ে পোস্ট করেছেন তরুণী। তিনি জানান ওই ছাত্রনেতা গেটের সামনে আচমকাই দুই ছাত্রীর পথ আটকে তাঁদের যৌন হেনস্থা করেন। প্রথমে ওই তরুণীকে চুমু খাওয়ার পর তাঁর জুনিয়রকে টেনে ধরে শারীরিক ভাবে হেনস্থা করেন। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পড়ুয়াই। শুধু তাই নয় বামনেতা রীতিমতো গর্ব করে অন্যান্য ছাত্রীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জাহির করতে থাকেন। তরুণী জানান অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তারপরই ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বিক্ষোভে বসেন ছাত্রীরা। অন্যদিকে বাম ছাত্রনেতার বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এসএফআইয়ের তরফে তাঁকে বহিষ্কৃত বলে দাবি করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































