স্কুলে ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে ছাত্রদের শর্ত আরোপ, বিপাকে উত্তরাখণ্ডের স্কুলের প্রধান শিক্ষক

0
3

একটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আয়োজিত ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে পারবে। এমনই নির্দেশিকা জারি করে বিপাকে উত্তরাখণ্ডের একটি স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বীরপুরের আর্মি পাবলিক স্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নীলম কৌশিক। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন।

জানা গিয়েছে, আর্মি পাবলিক স্কুলের ওই প্রধান শিক্ষক নির্দেশিকা জারি করেছিলেন, প্রি-বোর্ড পরীক্ষায় যে সব পড়ুয়া ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, একমাত্র তারাই ফেয়ারওয়েল পার্টিতে যোগ দেওয়ার সুযোগ পাবে। ৬০ শতাংশের নীচে নম্বর পাওয়া পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হবে না। আর সেই নির্দেশিকার পরেই হইচই পড়ে যায়। প্রতিবাদ জানায় এক দল পড়ুয়া। হইচই পড়ে সমাজমাধ্যমেও। এর পরেই ওই প্রধান শিক্ষকের কাছে জবাব তলব করে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন। পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।