কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নির্দেশ না দেওয়া পর্যন্ত আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় আপাতত চার্জ গঠন হচ্ছে না। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কিছুটা স্বস্তি অভিযুক্ত সন্দীপ ঘোষের। এই নির্দেশের ফলে আর জি কর দুর্নীতি মামলাতেও প্রাক্তন অধ্যক্ষের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা।
এদিন হাই কোর্টে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আইনজীবী বলেন, CBI অভিযুক্তের বিরুদ্ধে ২০ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিট পড়ার সময়ও পাওয়া যায়নি। তার আগেই চার্জ গঠন করার চেষ্টা চলছে। এতে একজন অভিযুক্তের অধিকার লঙ্ঘন হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি বাগচী বলেন, ডিসচার্জ পিটিশন দিতে সন্দীপকে (Sandip Ghosh) ৭ দিন সময় দেওয়া হল। সেই পিটিশন জমা দেওয়ার আরও ৭ দিন পরে শুরু হবে আর জি কর আর্থিক দুর্নীতি মামলার বিচার।
এদিনই আর জি কর দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। শুক্রবার ফের এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টে রয়েছে। তবে, এদিনের নির্দেশের পরে ১৫ দিনের মধ্যে তা আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–